
আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় খেটে খাওয়া মানুষের জীবন তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে জীবন যাত্রা। তীব্র শীতে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না।কাজে যেতে পারছে না। রাস্তায় গাড়ি চলে কম। রাস্তায় অটো ইজিবাইক কর্মজীবী মানুষ কৃষি খেতে কাজে বের হতে পারছে না। সূর্যের দেখা মিলছে না কিছু দিন যাবৎ। ঘন কুয়াশায় ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা।সাধারণ মানুষ শীতে খাদ্য সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। শীতে কাজ না করতে পারলে পারিশ্রমিক আসে না। পারিশ্রমিক না পেলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের শুধু খাদ্য সংগ্রহের জন্য চেষ্টা। খাদ্য বস্র বাসস্থান এই নিয়ে তাদের জীবন যুদ্ধ। সরকারের কাছে সাধারণ মানুষের একটাই দাবি। শীতকালীন যে তহবিল আছে তার থেকে যেন সাধারণ মানুষ উপকৃত হয়।শীতবস্ত্র এখনো পায়নি সাধারণ মানুষ। আগৈলঝাড়ায় সাধারণ মানুষ জনদুর্ভোগ চরমে গিয়ে পৌছিয়ে গেছে।মানুষ এর থেকে পরিত্রাণ চায়।কনকনে শীতে মাছের বাজার চড়া। সবজির বাজার কম থাকলে ও অন্য অন্য পন্য ক্রয়ের অর্থ জোগার করতে পারছে না।কিছু মানুষের দুর্ভোগ দেখার যেনো কেউ নেই।






















