
আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তিনি বলেন,
মাদক একটি জাতীয় ব্যাধি। এই বিষয়ে কোনো আপস নয়—মাদকের বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। দুর্গাপুর ও কলমাকান্দার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারি, মজুদকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।






















