
নিজস্ব সংবাদদাতা
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে বরখাস্ত করা হয়েছে৷ সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় গত ২৬ নভেম্বর বিদ্যুত লাইনের একটি ফিডারে সংরক্ষণ কাজ করতে গিয়ে ৩ শ্রমিক হতাহতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলাসহ নানাধরণের অনিয়ম দূর্নীতির অভিযোগ থাকায় নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে ৩ ডিসেম্বর ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করেছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাহুলসহ অন্যান্য কর্মকর্তারা৷ ডিপিডিসির ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়েছে বলে সহকারী প্রকৌশলী রাহুল নিশ্চিত করেছেন৷ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে প্রকৌশলীর বিরুদ্ধ ঘুষ বানিজ্যের অভিযোগ শিরানামে গত ১ জানুয়ারি জাতীয় একটি দৈনিকে সংবাদ প্রকাশের পর উপবিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন এবং উপসহকারী প্রকৌশলী সারোয়ারকে এ দপ্তর থেকে কর্তৃপক্ষ সরিয়ে নিলেও নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বহাল তবিয়তে থেকে দীর্ঘ প্রায় দুবছর ধরে ঘুষ দূর্নীতির আখড়ায় পরিনত করেছিলেন বলে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিদ্যুত গ্রাহকরা জানিয়েছেন৷ হিরাঝিল এলাকার বিদ্যুত গ্রাহক নুরুল ইসলাম , আব্দুল বারেক, আটি গ্রামের সমরাট, সোহেল শিমরাইল এলাকার আবুল কালামসহ অনেকে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর ঘুষ বানিজ্য অনিয়ন দূর্নীতির কথা জানান৷ অদৃশ্যের ইশারায় নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী দীর্ঘদিন এই দপ্তরে থেকে নানা অপকর্ম করেছেন৷ এদিকে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী আব্দুর রহমান সোহাগকে সাময়িক বরখাস্ত করে এই দপ্তর থেকে প্রত্যাহার করায় সিদ্ধিরগঞ্জের বিদ্যুত গ্রাহকদের ক্ষোভ কেটেগেছে বলে একাধিক গ্রাহকের সাথে আলাপকালে জানাগেছে৷
উল্লেখ্য গত ২৬ নভেম্বর সকাল ১০ টায় আদমজী ইপিজেডের কাছে বিদ্যুতের ফিডার কাজ করার সময় সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বিদ্যুতলাইন চালু হয়ে নজরু ইসলাম নামে এক শ্রমিক নিহত ও দুজন আহত হন৷ ফিডার লাইনের সংরক্ষণ কাজে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগ এর দায়িত্ব পালনে অবহলায় এ দূর্ঘটনাটি ঘটে বলে সিদ্ধিরগঞ্জ এর বিদ্যুত গ্রাহকদের অভিমত৷ দূর্ঘটনার পর ঘটনাতদন্তে পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত রিপোর্ট কি হয়েছে তা ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কোন কর্মকর্তা বলতে পারেননি৷





















