নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় একজন এবং চুরির মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত মোট ৪ জন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক সম্পাদক: ইদ্রিস হাসান পারভেজ, মোবাইল: ০১৯১৭৮৬৬৬১২, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রধান টাওয়ার (চতুর্থ তলা) ঢাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত