
সিদ্ধিরগঞ্জে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানাঃ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারেক পিপিএম মতবিনিময় করেন।।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গ্ৰহনযোগ্য করার লক্ষে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারেক পিপিএম এর নেতৃত্বে মতবিনিময় সভা করেছেন।
উক্ত মতবিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক সভাপতিত্ব করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (অপারেশন ) ওমর ফারুক, মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগরের যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল, জামাত ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি কফিল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি গাজী মনির হোসেন, ১ নং ওয়ার্ড ইসলামী ইসলামী আন্দোলনের নির্বাচনী কমিটির আহবায়ক জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সোহাগসহ নির্বাচনী মুখী সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল বারিক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন হচ্ছে। এবারের নির্বাচন হবে আগের যেকোনো নির্বাচনের তুলনায় ব্যতিক্রম। এখানে কোনো বিভ্রান্তিকর বার্তা নেই—বার্তা একটাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কোনো একটি কেন্দ্রেও যদি সমস্যা সৃষ্টি হয়, তবে তার প্রভাব পুরো থানার সুনামের ওপর পড়বে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপস্থিত সকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।



















