
বিশেষ প্রতিনিধ সোহেল রানা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কুচক্রিদের হাতে শাহাদাৎ বরণ করেন তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শুন্যতা সৃষ্টি হয়। নেতৃত্বের শুন্যতা সৃষ্টি হওয়ার ফলে এরশাদের মত একটা দুষ্ট স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে ফেলে।
শুক্রবার (৯ জানুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায়
নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত
গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাহফিলে ও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন,
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।





















