সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘ডেভিল হ্যান্ড’ বিশেষ অভিযানে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শফিকুল ইসলাম টিটু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘ডেভিল হ্যান্ড’ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক সম্পাদক: ইদ্রিস হাসান পারভেজ, মোবাইল: ০১৯১৭৮৬৬৬১২, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রধান টাওয়ার (চতুর্থ তলা) ঢাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত