আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আগৈলঝাড়া বিএসপি একাডেমির মাঠে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও গৌরনদী-আগৈলঝাড়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।
এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে মরহুমার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
প্রকাশক সম্পাদক: ইদ্রিস হাসান পারভেজ, মোবাইল: ০১৯১৭৮৬৬৬১২, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রধান টাওয়ার (চতুর্থ তলা) ঢাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত