মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য "মানবাধিকার- আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়"
সামনে রেখে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন (আরজু)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন— কাজী মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল, সৈকত সরকার, মানিক হাওলাদার, রাজির হোসেন মোল্লা, তারিকুল ইসলাম, দীপক কর্মকার, সুশিল সর্দার, মোঃ মিন্টু সরদার, মোহাম্মদ ওলিউল্লাহ হাওলাদার, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকারের সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং সমতাপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতীয় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক সম্পাদক: ইদ্রিস হাসান পারভেজ, মোবাইল: ০১৯১৭৮৬৬৬১২, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রধান টাওয়ার (চতুর্থ তলা) ঢাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত